Home রাজ্য উত্তরবঙ্গ কর্তব্যরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর

কর্তব্যরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর

জলপাইগুড়ি, ১৯ মে: কর্তব্যরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির ঘিস নদীর সেতুতে। মৃতের নাম গোপাল রায়, বয়স ৪৬ বছর।।তিনি ওদলাবাড়ি স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে থাকতেন। ওই দুর্ঘটনার জেরে শিলিগুড়ি-আলিপুরদুয়ার রেলপথে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপাল বাবু রেলের কি ম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। এদিন ডিউটিতে ছিলেন তিনি। সকাল প্রায় ৮ টা নাগাদ ঘিস সেতু পার পারত ছিলেন। সেসময় ডাউন পুরী-কামাখ্যা এক্সপ্রেসটি সেতুতে চলে আসে। কিন্তু সেতুর ওপর রেলিং বা দাঁড়ানোর কোনও জায়গা না থাকায় ওই রেলকর্মী অসহায় হয়ে পড়েন। শেষ মুহুর্তে চেষ্টা করেও রেললাইন থেকে সরে আসতে পারেননি। ফলে ট্রেনের ধাক্কায় তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার জেরে একদিকে বাগরাকোট স্টেশন ও অন্যদিকে ডামডিং স্টেশনে দুটি প্যাসেঞ্জার ট্রেনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ফলে হয়রানির শিকার হন যাত্রীরা। খবর পেয়ে মাল থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের উপর থেকে মৃতদেহ সরিয়ে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।