এইচ. এন. ডেস্ক, ১০ এপ্রিল: করোনা আতঙ্ক গ্রাস করেছে সারা বিশ্বের মানুষকে। কার মধ্যে করোনা ভাইরাস রয়েছে এই আতঙ্কে পাড়া-প্রতিবেশী তো দূরের কথা নিজের প্রিয়জনকেও যেন বিশ্বাস করতে চাইছে না। এর মূল কারণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
এই ভাইরাসের প্রতিষেধক ওষুধ তৈরি করতে বিশ্বের সব দেশ মরিয়া হয়ে উঠেছে। চলছে গবেষণা। করোনা নিরাময়ের ওষুধ তৈরি হয়েছে বলে দাবি করছে কিছু সংস্থা। যদিও তা এখনও প্রমাণিত হয়নি। এরই মাঝে হাইড্রক্সিক্লোরোকুইন করোনা ভাইরাস মোকাবিলায় কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই উদগ্রীব হয়ে উঠেছেন হাইড্রক্সিক্লোরোকুইন খেতে।
হাইড্রক্সিক্লোরোকুইন আদৌ করোনাভাইরাসের চিকিত্সায় ব্যবহার করা সম্ভব কিনা, তা এখনও প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন ভারতীয় চিকিত্সকরা। এই ওষুধটি করোনা সংক্রমণ কমায় কিনা, তা নিশ্চিত করে জানতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। তবে এই ওষুধের একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই যে কেউ এই ওষুধ ব্যবহার করলে তার ফল অত্যন্ত খারাপ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ১৫ বছরের কম বয়সী কেউ এই ওষুধটি ব্যবহার করতে পারবে না। এছাড়া রেটিনোপ্যাথি এবং হাইড্রক্সিক্লোরোকুইনে হাইপারসেনসিটিভিটি রয়েছে এমন কেউ এই ওষুধ ব্যবহার করতে পারবেন না। তাই এখনও পর্যন্ত এই ওষুধ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে না।