শিলিগুড়ি, ১৫ মার্চ: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশন ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক। মেডিসিন বিভাগের ওই চিকিৎসককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আইসোলেশন রাখা হয়েছে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নমুনা। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী নয় হাসপাতাল কর্তৃপক্ষ।
সুত্রের খবর, সম্প্রতি স্পেনে গিয়েছিলেন ওই চিকিৎসক। সেখান থেকে ফেরার পর শারীরিক অসুস্থতা বোধ করেন। গতকাল নিজে থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আইসোলেশন বিভাগে ভর্তি হয়। এই ঘটনায় বেড়েছে ডাক্তার ও নার্সদের তৎপরতা।
ভারতে করো না ভাইরাসে আক্রান্তর সংখ্যা প্রায় একশো। তারমধ্যে মহারাষ্ট্রের সংখ্যাটা বেশি। শনিবার রাত পর্যন্ত ওই রাজ্যে ৩১ জনের দেহে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। এরপর রয়েছে কেরল। সেখানে ২২ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। তবে, আশঙ্কার মধ্যেও আশার খবর মিলেছে। ভারতে দশজন করোনা আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।