Home Top News করোনা মোকাবেলা করতে চিকিৎসা ব্যবস্থায় সাজানো হবে গ্রামেও

করোনা মোকাবেলা করতে চিকিৎসা ব্যবস্থায় সাজানো হবে গ্রামেও

ফাঁসিদেওয়া, ৩১ মার্চ: করোনা মোকাবিলায় নানা জায়গায় কোয়ারেন্টিন সেন্টার তৈরি করারা সিদ্ধান্ত নেয় রাজ্য। শিলিগুড়িতে দেখা হয়েছে জায়গা। এই সময় থেকে প্রস্তুত না থাকলে পরে সমস্যা দেখা দিতে পারে। তাই অসহায় ও অসুস্থ মানুষদের কথা ভেবে কোয়ারেন্টিন সেন্টার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এজন্য সরকারি জায়গা তথা তৈরি ভবন খোঁজা হচ্ছে। যেখানে অন্তত গরীব সাধারন মানুষরা চিকিৎসা সুযোগ পায়। সেজন্য দার্জিলিং জেলায় নকশালবাড়ির কাছে হাতিঘিষায় এবং ফাঁসিদেওয়া ব্লকের লিম্বুটারি আইটিআই কলেজে করা হবে।
আগে জায়গা পরিদর্শন হয়েছে। পুনরায় স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা এই আইটি কলেজ পরিদর্শনে যান। কিন্তু এদিন এখানে এলে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয় আধিকারিকদের। তারা বাধা দেন। যদিও পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রনে আসে। কিন্তু গ্রামবাসীদের দাবি, এই গ্রামে করোনা রোগী বা করোনা সন্দেহজনক ব্যাক্তি বা কোয়ারেন্টাইন সেন্টার কোনটাই হতে দেওয়া যাবে না। তাদের যুক্তি এতে গ্রামের সুস্থ স্বাভাবিক পরিবেশ নষ্ঠ হবে। তবে স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনের দাবি এই ফাঁকা এলাকাতেই তৈরি হবে কোয়ারেন্টিন সেন্টার এবং তা খুব শীঘ্রই চালু করা হবে। এতে কারো সমস্যা হওয়ার কথা নয়। গ্রামের মানুষ আক্রান্ত হলে তাদেরকেই বাঁচিয়ে তোলার জন্য এই সেন্টার অতি প্রয়োজন। তাই এদিন প্রশাসন, স্বাস্থ্য দপ্তরে আধিকারিকরা গ্রামবাসীদের বোঝান এ সময় সাধারণ মানুষ, সরকার এবং অসুস্থ মানুষের পাশে মানবিক ভাবে থাকার বার্তা দেন।