Home রাজ্য উত্তরবঙ্গ করোনা মোকাবেলায় নানা কর্মসূচি চলছে এলাকাজুড়ে

করোনা মোকাবেলায় নানা কর্মসূচি চলছে এলাকাজুড়ে

জলঢাকা, ১২ এপ্রিল: রবিবার হুসলুডাঙ্গা স্টার ক্লাবের উদ্যোগে ময়নাগুড়ি থানা এবং বাজার এলাকায় স্যানিটাইজার স্প্রে করা হয়। হুসলুডাঙ্গা বাজার, ব্যাংক ও সি এসপির সামনে স্থানীয় বাড়িতে ভাইরাস ও জীবাণু নাশক স্যানিটাইজার স্প্রে করা হয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামেন কয়েকজন ব্যুবক। এদিনও উপস্থিত ছিলেন স্টার ক্লাবের সভাপতি স্বপন কুমার মণ্ডল, সম্পাদক মানিকুল ইসলাম, সদস্য বিশ্বনাথ মণ্ডল, রঞ্জিত সা, বিট্টু মণ্ডল, খতিবর আলম, মহঃ শক্তি, বিনোদ রায়। ক্লাবের সদস্য বিশ্বনাথ মণ্ডল বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় জীবাণু নাশক স্যানিটাইজার স্প্রে করছি । এবং করোনার বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিচ্ছি।
প্রতিবেদন: অরিন্দম রায়, জলঢাকা।