Home দেশ করোনা মোকাবেলায় ট্রেনকে কাজে লাগানো হবে

করোনা মোকাবেলায় ট্রেনকে কাজে লাগানো হবে

এইচ.এন. ডেস্ক, ২৭ মার্চ: ট্রেনের কোচে আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। করোনার জেরে দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবা। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। বিভিন্ন ওয়ার্কশপে রাখা রয়েছে ট্রেনগুলি। দেশে করোনার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। হাসপাতাল, হোটেল সহ বিভিন্ন স্থানে আইসোলেশন সেন্টার করা হয়েছে। তাই আগাম প্রস্তুতি হিসাবে ট্রেনের কোষকে আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত ভারত সরকারের।
১৫টি ওয়ার্কশপে বাছাই করা ৩০টি ট্রেনে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে। দু’টি করে কোচকে হাসপাতালের ওয়ার্ডের মত করে তৈরি করা হচ্ছে। সেখানেই প্রস্তুত রাখা হবে আইসোলেশন বেড। জানা গিয়েছে, আরপিএফ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছে।