শিলিগুড়ি, ৪ এপ্রিল: তার হাত দিয়ে বিভিন্ন সময়ে করোনা মোকাবেলায় ত্রাণ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা গিয়েছে। এবার তিনি দিলেন ত্রাণ তহবিলে আর্থিক অনুদান।
একমাসের বেতন ও সঙ্গে ১ লক্ষ ২১ হাজার টাকা দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। করোনা মোকাবেলায় এই টাকা তিনি দেন। তিনি আবেদন করেন সবাই যেমন সাধ্যমত এগিয়ে আসুন। করোনার বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে। এই সময়ে মানুষের পাশে থাকাটাও বড় রকম সহায়তা বলে মনে মনে করি।