করোনা মোকাবিলায় ১০০ কোটি টাকা দিলেন শিল্পপতি রাধাকিষান দামানি

এইচ.এন. ডেস্ক, ১৫ এপ্রিল: করোনার কারণে আর্থিক ক্ষতির মুখে ভারত। তাই করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী তৈরি করেছেন ‘পিএম কেয়ারস ফান্ড’। শিল্পপতি থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্যের হাত উজাড় করে দিলেন অ্যাভিনিউ সুপারমার্কেটের কর্তা রাধাকিষান দামানি। তিনি প্রধানমন্ত্রীর ফান্ডে ১০০ কোটি টাকা দিলেন। এছাড়া তিনি আরও কয়েকটি বিভিন্ন রাজ্যের আপৎকালীন ফান্ডে প্রচুর টাকা দিয়েছেন।

দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ২৩ মার্চ থেকে চলা লকডাউন আপাতত ৩ মে পর্যন্ত জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তিত সরকার। প্রধানমন্ত্রীর পিএম কেয়ারস ফান্ডে ১০০ কোটি টাকা দিলেন শিল্পপতি রাধাকিষান দামানি। শুধু তাই নয়, মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, রাজস্থান, পঞ্জাবের জন্য কোটি এবং তামিলনাড়ু, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ সহ আরও ৫৫ কোটি অর্থ দান করেছেন।