Home দেশ করোনা মোকাবিলায় সামাজিক দূরত্বের সঙ্গে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্বের সঙ্গে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী

এইচ.এন.ডেস্ক, ১১ জুলাই; করোনা মোকাবিলায় সামাজিক দূরত্বের সঙ্গে কোনো আপস নয়, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি করোনা মোকাবিলায় দিল্লির সরকারের প্রশংসা করেন। করোনা আবহে লকডাউন, সচেতনতামূলক প্রচার, কনটেনমেন্ট জোন করা সত্বেও দেশে ক্রমশ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৭,১১৪ জন। একদিনে এটি এখনও পর্যন্ত রেকর্ড।
আজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, নীতি আয়োগের সদস্যদের সঙ্গে বৈঠকে করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে করোনা মোকাবিলায় দিল্লি সরকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, করোনা ঠেকাতে দিল্লি সরকার যেসব ব্যবস্থা নিয়েছে তা দেশের অন্যান্য রাজ্যের সরকারকেও নেওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, জনবহুল জায়গায় করোনা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।  এভাবেই করোনা সংক্রমণ ঠেকাতে হবে। এক্ষেত্রে কোনো সমঝোতা চলবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮,২০,৯১৬। এদের মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২,৮৩,৪০৭ জন। তবে সুস্থ হয়েছেন ৫,১৫,৩৮৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২,১২৩ জনের।