করোনা মোকাবিলায় এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার আহ্বান

এইচ.এন. ডেস্ক, ২৫ মার্চ: করোনা মোকাবিলায় বিধায়ক ও মন্ত্রীদের এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার অনুরোধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এক লক্ষ টাকা ত্রাণ তহবিলে দান করেছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে রাজভবনের সব আধিকারিক ও কর্মী তাদের একদিনের বেতন দান করেছেন। রাজভবনের তরফে মোট ২৫ লাখ ৭৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়েছে।
দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ৫৩০ ছাড়িয়েছে। রাজস্থানের ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে মারণ করোনা। তাই
করোনা মোকাবিলায় রাজস্থানের কংগ্রেস বিধায়কদের তাদের এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে আবেদন জানিয়েছেন অশোক গেহলট। মুখ্যমন্ত্রী নিজেও তার ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা দান করেছেন। রাজস্থানের রাজ্যপাল কল্যাণ মিত্র তার এক মাসের বেতন সাড়ে তিন লাখ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন।