এইচ.এন.ডেস্ক, ৭ মার্চ: ভারতে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যাওয়ার কারণে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স আপাতত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত এক নির্দেশিকা পাঠানো হয়েছে দপ্তরগুলিতে। যেহেতু বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুখে মাস্ক পড়ে থাকা, করমর্দন না করা, এবং করোনা ভাইরাস আক্রান্তদের খুব সংস্পর্শে না যেতে। তাই যে দপ্তরগুলিতে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক। সেখানে একই বায়োমেট্রিক মেশিনে প্রচুর লোক অ্যাটেনডেন্স দিয়ে থাকেন। তাই আপাতত ৩১ মার্চ পর্যন্ত বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বন্ধ রেখে রেজিস্টারে অ্যাটেনডেন্স করতে বলা হয়েছে।
চীনের পর বেশকিছু দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারতও মিলেছে করোনা ভাইরাস। পাশাপাশি ভুটানেও কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।