Home রাজ্য উত্তরবঙ্গ করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় শরীর দিতে রাজি প্রশান্ত সরকার

করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় শরীর দিতে রাজি প্রশান্ত সরকার

জলপাইগুড়ি, ২৯ এপ্রিল: করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলে তা মানুষের শরীরে পরীক্ষা করা প্রয়োজন। নিজের উপর পরীক্ষা করার জন্য স্বেচ্ছায় এগিয়ে এলেন জলপাইগুড়ির গ্রিনভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি প্রশান্ত সরকার। তার ইচ্ছার কথা লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য জলপাইগুড়ি জেলা শাসকের হাতে তুলে দেন।
সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সেইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সারাবিশ্ব করোনার ভ্যাকসিন তৈরি করতে চেষ্টার কোন ত্রুটি রাখছে না। এই ভ্যাকসিন তৈরি হলে তা সঠিকভাবে কাজ করছে কিনা জানার জন্য মানবদেহের উপর পরীক্ষা করা প্রয়োজন। তাই মানবকুলের স্বার্থে নিজের শরীরের উপর পরীক্ষা করাতে রাজি জলপাইগুড়ির সমাজসেবী প্রশান্ত সরকার।
প্রশান্তবাবু বলেন, তাদের স্বেচ্ছাসেবী সংগঠন অনেক বছর থেকে সমাজসেবামূলক কাজ করছে। লকডাউন শুরু হওয়া থেকে লাগাতার দুঃস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, আমি যেহেতু একজন সমাজসেবী। তাই সমাজের স্বার্থে ওই ভ্যাকসিন পরীক্ষার জন্য আমার শরীরকে দিতে চাই। সেই আবেদন জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি।