কলকাতা, ১৬ মার্চ: করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের পুরভোট। ৩০ মার্চ অবধি স্থগিদ থাকবে সমস্ত কাজ। আজ সর্বদল বৈঠকে পুরভোট পিছিয়ে গেল ১৫ দিন। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। রমজানের পরও ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার তৃণমূল কংগ্রেসের টুইট করে বিবৃতিতে বলা হয়েছে,”Covid 19-কে অতিমারী ঘোষণা করেছে WHO। মানুষের সুরক্ষার জন্য নির্দেশিকা জারি ও একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই সঙ্কটের সময়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি।নির্বাচন আসবে যাবে। তাই প্রতিটি রাজনৈতিক দলের উচিত জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে আসা।
একই সুর শোনা যায় বিজেপির গলাতেও। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বিপর্যয়ের আশঙ্কা থাকলে পুরভোট পিছিয়ে দেওয়াই শ্রেয়।