শিলিগুড়ি, ২৪ মে: করোনা মোকাবেলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়েই শিলিগুড়িতে লড়াই চালিয়ে যেতে চাইছে রাজ্য। শনিবার শিলিগুড়িতে বৈঠক করে একথা জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন তিনি শিলিগুড়ির পুর এলাকা ছাড়াও ডাবগ্রাম–ফুলবাড়ির ৪০ টি সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বসেন। সেখানে উঠে আসে এই দুই মাস ধরে লকডাউনে যেভাবে সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে সেই প্রসঙ্গ। এই কঠিন পরিস্থিতিতে তারা যেভাবে কাজ করেছে তার প্রশংসা করেছেন পর্যটনমন্ত্রী। পরবর্তীতেও যাতে এভাবে লড়াই জারি থাকে তার জন্য এদিন আলোচনা করা হয়। এজন্য সমস্ত সংগঠনগুলোকে নিয়ে একযোগে সম্মিলিতভাবে কাজ করা যায় কিনা তার পথ বের করা হয়।
এই কঠিন সময়ে লড়াইয়ের জন্য এক ছাতার তলায় সমস্ত সংগঠনে এসে কাজ করার বার্তা দেওয়া হয়। তাই সংগঠনগলোকে নিয়ে শিলিগুড়িতে একটি অফিস করে দেওয়া হবে। এবার একজোট হয়ে মানুষের জন্য কাজ করবে। তারা পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। এ ব্যাপারে পরবর্তীতে এক বৈঠক ডাকা হবে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলির থেকে কয়েকজন মিলে একটি কমিটি গঠন করবে। সেই কমিটির কাজ করবে এই লড়াইয়ে। মন্ত্রী বলেন, আমাদেরকে এখন একসাথে এই লড়াইয়ে নেমে কাজ করতে হবে। যাতে আমরা করোনার বিরুদ্ধে জয়লাভ করতে পারি।