হেডলাইন নিউজ নিউজ ডেস্ক, ২৬ জুন: করোনার আবহের মধ্যে আবার এক ভালো সিদ্ধান্ত। করোনার পরীক্ষার জটিলতা কাটতে চলছে। এখন থেকে কোভিড টেস্টের জন্য আর সরকারি বা বেসরকারি হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হবে না। সেই সঙ্গে করোনা পজিটিভ বা নেগেটিভ সেই ফলের জন্য অপেক্ষা করতে হবে না। মাত্র ৩০ মিনিটেই জানা যাবে, আপনার কোভিড হয়েছে কিনা! এবার নতুন এই কিটে অনুমোদন দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
◆প্রথম পর্যায়ে সমস্ত রাজ্যকে নিজেদের কন্টেনমেন্ট জোন এবং হাসপাতালে এই কিটের মাধ্যমে পরীক্ষা চালানোর সুপারিশ করল। দেশে দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। বিশেষজ্ঞদের আশা, এই অ্যান্টিজেন কিটের মাধ্যমে অনেক বেশি সংখ্যক নমুনা রোজ পরীক্ষা করা যাবে। সেই অনুযায়ী আগে থেকে রোগ ঠেকানো যাবে।
◆পরিবারে কোনও এক সদস্য আক্রান্ত হলে বাকিদের কোয়ারেন্টাইনে রাখা হয়। সব সময় পরীক্ষা আর করা হয় না। কারণ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সেই সুযোগ পায় না স্বাস্থ্যকেন্দ্রগুলো। এবার সব সদস্যকেই এই কিটের মাধ্যমে পরীক্ষা করিয়ে নেওয়া হবে। করোনা হটস্পটে বসবাসকারী কারও সামান্য লক্ষণ দেখা গেলেই হবে পরীক্ষা। তবে এই কিউ কিট পরীক্ষায় নেগেটিভ আসার পরেও যদি দেখা যায়, ওই ব্যক্তির লক্ষণ রয়েছে, তাহলে আরটি–পিসিআর পরীক্ষা করানো হবে। তবে এই কিটে যদি ফল পজিটিভ আসলে, তাহলে তা–ই ধরে নেওয়া হবে।
◆অন্য সাধারনের মতো ছোট্ট এই কিটের নাম কিউ কোভিড–১৯ এজি। এই কিট তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার একটি বায়ো–ডায়গনোস্টিক সংস্থা। এক ইউনিটের দাম মাত্র ৪৫০ টাকা। অর্থাৎ ওই টাকায়ই এক জনের নমুনা পরীক্ষা হয়ে যাবে। কোনও বিশেষ যন্ত্র বা প্রযুক্তিরও প্রয়োজন পড়বে না। আইসিএমআর–এর পাশাপাশি এইমস–ও এই কিটের কার্যকারিতা পরীক্ষা করেছে।
■এই কিট ব্যবহার সুপারিশ করেছে আইসিএমআর—
◆সব রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে
◆সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের পরিচালিত হাসপাতালে
◆দেশের সব সরকারি মেডিক্যাল কলেজে
◆ন্যাশনাল অ্যাক্রিডেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার অনুমোদিত বেসরকারি হাসপাতালে
◆ন্যাশনাল অ্যাক্রিডেশন বোর্ড ফর ল্যাবরেটরিজ অনুমোদিত বেসরকারি গবেষণাগারে।