করোনা পরিস্থিতি নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

এইচ.এন.ডেস্ক, ২৫ জুলাই; আনলক পর্বেও করোনা আক্রান্ত বেড়েই চলেছে। মাঝে মাঝে পুরোপুরি লকডাউন করেও সুফল মিলছে না। এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই করোনার প্রবল সংক্রমণ কিভাবে রোখা যায় তা নিয়ে আগামী সোমবার সব মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কয়েক দফা দীর্ঘ লকডাউন করা হলেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কিভাবে তা প্রতিহত করা যায় সে ব্যাপারে মুখ্যমন্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিতে ওই দিন বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন।