Home দেশ করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধিদল, ক্ষুদ্র রাজ্য সরকার

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধিদল, ক্ষুদ্র রাজ্য সরকার

কলকাতা, ২০ এপ্রিল: করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এ রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার কেন্দ্রের দুইটি প্রতিনিধিদল কলকাতা ও বাগডোগরা নেমেছেন। কিন্তু ওই প্রতিনিধিদলের আসা নিয়ে চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কারনে কেন্দ্রের প্রতিনিধিদলকে এ রাজ্যে পাঠানো হল তা কেন্দ্র সরকার স্পষ্ট করেনি বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ।
একই প্রশ্ন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার। তিনি বলেন, উপযুক্ত কারণ না জানালে কেন্দ্রের দলকে জেলায় ঘুরতে দেওয়া হবে না। কোনো আলোচনা ছাড়াই কেন্দ্রের দুইটি প্রতিনিধিদল কলকাতা ও শিলিগুড়িতে পৌঁছেছে। কোথাও এসএসবি, কোথাও বিএসএফ কে সঙ্গে নিয়ে তাঁরা ময়দানে নেমে পড়েছেন। কীভাবে জায়গাগুলি নির্বাচন করা হল, তাও স্পষ্ট নয়। পরে বিকেলে নবান্নে গিয়ে দেখা করেন কেন্দ্রের প্রতিনিধিদল।
জানা গিয়েছে, কলকাতা ও হাওড়া সহ পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।