Home রাজ্য উত্তরবঙ্গ করোনা পরিষেবা দিতে অস্বীকার করায় হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

করোনা পরিষেবা দিতে অস্বীকার করায় হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

শিলিগুড়ি, ১৪ এপ্রিল: করোনা মোকাবিলায় রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে শিলিগুড়িতেও কয়েকটি কোভিড-১৯ হাসপাতালে ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তার মধ্যে বেসরকারি হাসপাতাল রয়েছে। করোনা পরিষেবা দিতে অস্বীকার করায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার পাশাপাশি ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন হাসপাতালে কর্মচারী এবং দুই জন স্থানীয় বাসিন্দা।

জানা গিয়েছে, শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালটিকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে নির্দিষ্ট করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু পরিষেবা দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি বিক্ষোভও দেখানো হয়। আপৎকালীন সময়ে হাসপাতাল কর্তৃপক্ষের এমন ব্যবহারে অসন্তুষ্ট প্রশাসন। তাই ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। সেইসঙ্গে হাসপাতালে বিক্ষোভ দেখানোর অভিযোগে দুই কর্মচারী ও দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে।