এইচ.এন.ডেস্ক, ১৫ জুন: করোনা আক্রান্ত মা তার সন্তানের সুস্থ জীবনের আশায় তুলে দিলেন অন্য মায়ের হাতে এবং করোনা নেগেটিভ মা তার করোনা আক্রান্ত সন্তানকে তুলে দিলেন ওই মায়ের হাতে। বিষয়টি হয়তো অনেকের কাছে গোলমেলে লাগতে পারে, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।
সিকিম সরকারের তরফে জানা গিয়েছে, এক মহিলার করোনা পরীক্ষা নেগেটিভ আসলেও তাঁর প্রায় আড়াই বছরের সন্তানের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে, এক মহিলার শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেলেও তাঁর ৬ বছরের সন্তান করোনা আক্রান্ত নয়। এমন অবস্থায় গ্যাংটকের STNM হাসপাতালের চিকিৎসকরা অসুস্থ শিশুটিকে তুলে দিলেন কোভিড আক্রান্ত মহিলার হাতে। সেই সঙ্গে করোনা আক্রান্ত মহিলার সন্তানের দায়িত্ব দেওয়া সুস্থ মহিলার হাতে।
STNM হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৬ বছরের ওই শিশুর পরিবারের সবার করোনা সংক্রমণ হয়েছে। কেউ একজনও ছিলেন না শিশুটির দেখভাল করার জন্যে। তখনই এই মহিলার খোঁজ পাই আমরা যাঁর ২৭ মাসের সন্তানের করোনা হলেও তিনি সম্পূর্ণ সুস্থ। কোলের শিশুকে নিয়ে তিনিও খুবই চিন্তিত ছিলেন। এমন অবস্থায় দুই মা নিজেরাই সিদ্ধান্ত নেন একে অপরের সন্তানের খেয়াল রাখবেন এই কঠিন সময়ে। ওই আড়াই বছরের শিশুকে করোনা আক্রান্ত মহিলার সঙ্গে STNM হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। অন্যদিক, ৬ বছরের শিশু ও কোভিড নেগেটিভ মহিলাকে রাখা হয়েছে গ্যাংটকের পালজোর নামগয়াল গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলের কোয়ারানটিন কেন্দ্রে।