শিলিগুড়ি, ৭ জুন: করোনার প্রকোপ এবং লকডাউনের মাঝে শিলিগুড়িতে মধুচক্রের আসর। শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ শহরের একটি হোটেলে মধুচক্রের আসরে হানা দিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে।
জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে শহরের পানিট্যাঙ্কি ফাঁড়ি এলাকায় একটি হোটেলে মধুচক্রের আসর বসেছে। সেখানে হানা দিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
ধৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা। তার মধ্যে ৪ যুবক বিহারের বাসিন্দা এবং ১ জন শিলিগুড়ির হোটেলের ম্যানেজার। বাকি ৩ যুবতি দক্ষিণবঙ্গের বাসিন্দা হলেও শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থাকত বলে জানা গিয়েছে। ওই মধুচক্রের সঙ্গে আরও কারা জড়িত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।