Home রাজ্য উত্তরবঙ্গ করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা বিধায়ক অশোক ভট্টাচার্য

করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা বিধায়ক অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ১৭ জুন: করোনায় আক্রান্ত শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্তমানে শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।
জানা গিয়েছে, শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য বেশ কিছুদিন থেকে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছেন। কয়েকদিন আগে লালারস পরীক্ষার জন্য পাঠানো হলেও রিপোর্ট নেগেটিভ আসে।
গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে তাঁর লালার নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। প্রাক্তন মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় তৎপরতা শুরু হয়েছে সংগঠন এবং প্রশাসনিক মহলে।
অন্যদিকে, বুধবার শিলিগুড়িতে করোনা সংক্রামিত দুই জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের চার্চ রোডের বাসিন্দা। অন্যজন, মাল্লাগুড়িতে থাকেন।