Home দেশ করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত ছয় নম্বরে

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত ছয় নম্বরে

এইচ.এন.ডেস্ক, ৬ জুন: দেশে লকডাউন ক্রমশ শিথিল করা হচ্ছে, অন্যদিকে দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। সারা বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন ছয় নম্বরে। আক্রান্তের সংখ্যা নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ লক্ষ ৯৭ হাজার ২৩৯ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯ হাজার ১২৭ জনের।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭। দেশে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৪২ জনের। ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।
দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। ৮০ হাজার ২২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৮৪৯ জনের।
শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩০৩। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯৪ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। ২ হাজার ৯১২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।