Home রাজ্য করোনার সতর্কতায় স্থগিত করা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা

করোনার সতর্কতায় স্থগিত করা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা

কলকাতা, ২১ মার্চ: করোনার সতর্কতায় স্থগিত করা হল এ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২৩, ২৫ ও ২৭ মার্চের তিনটি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই পরীক্ষার স্থগিত রাখার কথা ঘোষণা করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। ১৫ এপ্রিলের পর নতুন সূচি জানানো হবে।
এর আগে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ১৫ এপ্রিল বন্ধ রাখার ঘোষণা করেছে সরকার।
করোনা সতর্কতায় আগেই আইসিএসই এবং আইএসসি কর্তৃপক্ষও পরীক্ষা স্থগিত রেখেছে। ৩১ মার্চ পর্যন্ত ইউজিসি, এনআইওএস, এআইসিটিই এবং জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনও পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছে।