এইচ.এন.ডেস্ক, ২৭ এপ্রিল: করোনার ভয়াবহতার মাঝে অন্য এক মহামারীর আশংকা তৈরি হয়েছে ভারতে। লাখ লাখ পঙ্গপাল ধেয়ে আসছে ভারতের দিকে।
করোনার জন্য মৃত্যু-মিছিল শুরু হয়েছে বিশ্ব জুড়ে। সবচেয়ে খারাপ পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। খাদ্যের জন্য হাহাকার করছে অনেক ভুভুক্ষ মানুষ। কেন্দ্র ও রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিলেও ক্ষুধা যেন মিটছেনা। এমন পরিস্থিতিতে পঙ্গপাল হানা দিলে নষ্ট হবে খাদ্যশস্য।
রাস্ট্র সঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা আগেই জানিয়েছে, এশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে পঙ্গপাল।
আফ্রিকা থেকে পঙ্গপাল ভারতের দিকে আসছে। একদল পঙ্গপাল পাঞ্জাব হয়ে ভারতে ঢোকার সম্ভাবনা হয়েছে। অপর দল ভারত মহাসাগর টপকে ভারতের কাছাকাছি চলে এসেছে। এই আপৎকালীন মুহূর্তে পঙ্গপাল হানা দিলে নষ্ট হবে জমিতে থাকা খাদ্যশস্য। করোনার জেরে আর্থিক সংকটের মাঝে পঙ্গপাল দেশের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।