Home Top News করোনার ভ্যাকসিন প্রথম রাশিয়ার হাতে চলে এল

করোনার ভ্যাকসিন প্রথম রাশিয়ার হাতে চলে এল

রাশিয়া: করোনার ভ্যাকসিন বাজারে নিয়ে এল রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে এদেশ। ১৯৫৭ সালে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেটির নামের সঙ্গে মিল রেখে নতুন ভ্যাকসিনের নামকরণ করা হয়েছে ‘স্পুটনিক-৫’। ইতোমধ্যে ২০টি দেশ এ ভ্যাকসিন নিতে চেয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের (আরডিআইএফ) প্রধান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের তৈরি এ ভ্যাকসিন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে। শিগগিরই ব্যাপকহারে এর উৎপাদন শুরু হবে।’

তিনি আরও জানান, নিজের মেয়ের শরীরেই এর পরীক্ষা চালানো হয়েছে এবং এতে ভ্যাকসিনটি কার্যকর সফল প্রমাণিত হয়েছে।
স্বাভাবিকভাবেই রাশিয়াতে খুশির হাওয়া। বিশ্বের অন্য দেশে জোরালো আশার আলো দেখছে এবার।