Home দেশ করোনার ভয়াবহতা এখনও বাকি, জানিয়েছে WHO

করোনার ভয়াবহতা এখনও বাকি, জানিয়েছে WHO

এইচ.এন. ডেস্ক, ২১ এপ্রিল: এখনই লকডাউন শিথিল করা উচিত নয়। এর ফল হতে পারে ভয়ানক।
করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। কয়েকটি দেশ লকডাউন কিছুটা শিথিল করেছে। এটা একদমই ঠিক হয়নি। আফ্রিকা সহ কয়েকটি দেশে চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নত নয়।বিশ্বে করোনা সংক্রমণের বিভীষিকা এখনও দেখা বাকি আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( হু ) প্রধান টেডরস অ্যাঢানম গেব্রেসুয়েস এমনটাই জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, সকলে মিলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এবং সঠিকভাবে করোনা বিধি মেনে চললে এই সংকট আটকানো যেতে পারে। এটা যে একটা ভাইরাস সংক্রমণ তা এখনও পর্যন্ত অনেক মানুষের সচেতনতার অভাব রয়েছে।
বিশ্বে ২.৫ মিলিয়ন মানুষকে সংক্রমিত করার পর এবং দেড় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের ভয়াবহতা বোঝাতে হুয়ের প্রধান স্প্যানিশ ফ্লুয়ের উল্লেখ করে বলেছেন, ১৯১৮ সালের এই ফ্লুয়ে বিশ্বের প্রায় ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। করোনাও কিছু কম ভয়বাহ নয়।