শিলিগুড়ি, ১৭ মার্চ: আজ মঙ্গলবার থেকে সমস্ত জঙ্গল, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, চিড়িয়াখানা বায়োডাইভারসিটি পার্ক, ইকো পার্ক বন্ধ হয়ে যাচ্ছে।জলদাপাড়া, গরুমারা, সুন্দরবন কোথাও যেতে পারবেন না পর্যটকরা ভ্রমণপিপাসুরা। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বনদপ্তর। বন ও পরিবেশ মন্ত্রক থেকে নির্দেশিকা পাঠানো হয়। সেই অনুযায়ী বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে কোনভাবে ছড়িয়ে না পড়ে করোনা।
ঠিক হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা সমস্ত বন ও চিড়িয়াখানায়। তাই যারা জঙ্গল কিংবা চিড়িয়াখানার ঘোরার প্রস্তুতি নিয়েছিলেন, তারা আপাতত স্থগিত রাখেন আপনাদের এই ঘোরার ইচ্ছা। জানিয়েছেন মন্ত্রী রাজিব ব্যানার্জি।