Home রাজ্য করোনায় মৃত্যু হলে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন পরিবারের সদস্যরা

করোনায় মৃত্যু হলে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন পরিবারের সদস্যরা

কলকাতা, ৭ জুন: করোনায় মৃত্যু হলে দেহ শেষবারের মতো দেখার বা শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান না পরিবারের সদস্যরা। সরকারিভাবে দেহ সৎকার করা হয়। এবার সেই নিয়মের বদল এনেছে রাজ্য সরকার। নয়া নিয়মে মৃত ব্যক্তির পরিবারে সদস্যরা শেষশ্রদ্ধা জানাতে পারবেন।

স্বজনহারা পরিবারের আবেগের কথা মাথায় রেখে।রাজ্য স্বাস্থ্য দফতর থেকে সংশোধিত প্রোটোকল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড-১৯ মারণ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকারের ক্ষেত্রে যে প্রোটোকল আছে তা সংশ্লিষ্ট সমস্ত সরকারি সংস্থাকে কঠোরভাবে মেনে চলতে হবে। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে জনস্বাস্থ্যের বিষয়টিও। তবে পরিবারের সদস্যরা যাতে মৃত ব্যক্তির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন, তার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে মেনে চলতে হবে। বলা হয়েছে:
*কোনও করোনা রোগীর মৃত্যু হলে ১ ঘণ্টার মধ্যে সে খবর তাঁর পরিবারকে জানাতে হবে।
*মুখ দেখা যাবে এমন বডি কভারে দেহ মোড়া থাকতে হবে। আগে যে সমস্ত বডি কভার হাসপাতালগুলিতে পাঠানো হয়েছিল তা ব্যবহার করা যাবে না।
*যে হাসপাতালে রোগীর মৃত্যু হবে তাদের দায়িত্ব হল মৃতের আত্মীয়দের ভালোভাবে স্যানেটাইজ করা গ্লাভস, মাস্ক ইতাদি দেওয়া।
*পরিবারের সদস্যরা যাতে শেষশ্রদ্ধা জানাতে পারেন সে জন্য দেহ উপযুক্ত স্থানে ৩০ মিনিট শায়িত রাখতে হবে। তবে দেহ পরিবারের হাতে দেওয়া হবে না।