এইচ.এন. ডেস্ক, ১২ এপ্রিল: করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে ইতালিতে। শনিবার পর্যন্ত আক্রান্ত ১৪৭,৫৭৭ জন। মৃত্যু হয়েছে ১৮,৮৪৯ জনের। ইতালির মতো সারা বিশ্বে করোনা মোকাবেবিলার একটাই অস্ত্র লকডাউন। তাই আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিল সে দেশের সরকার। করোনায় বিপর্যস্ত আমেরিকা, স্পেন, ফ্রান্স সহ কয়েকটি দেশ। আমেরিকায় আক্রান্ত হয়েছে ৫০৩১৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১৮৭৬১ জনের। মৃত্যুর নিরিখে সব দেশের থেকে ইতালি এগিয়ে। দ্বিতীয় স্থানে আমেরিকা। তবে আমেরিকায় যেভাবে মৃত্যুর হার বাড়ছে তাতে মনে করা হচ্ছে সব দেশকে ছাড়িয়ে যাবে আমেরিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মানুষের অসুবিধা হলেও লকডাউন চালিয়ে যাওয়া উচিত। বর্তমানে এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। লকডাউন তুলে নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তখন হয়তো সামলানো কঠিন হয়ে দাঁড়াবে।