এইচ.এন.ডেস্ক, ১০ এপ্রিল: করোনা থাবা বসিয়েছে সারা বিশ্বে। সাধারণ মানুষ তো আক্রান্ত হচ্ছেই। সেলিব্রেটি, চিকিৎসক, স্বাস্থ্যকর্তা, প্রশাসনিক আধিকারিক, এমনকি মন্ত্রীরাও করোনায় আক্রান্ত। এবার আক্রান্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকের পর হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে তার সংস্পর্শে আসা সকলকে। এবার করোনায় আক্রান্ত বাংলাদেশের এক দৈনিক সংবাদপত্রের সংবাদকর্মী।
পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে প্রিন্ট ভার্সন আপাতত বন্ধ রয়েছে। তবে অনলাইনে কাজ চালু রাখার চেষ্টা করা হচ্ছে। যে সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন তিনি বাড়িতে থেকেই কাজ করতেন। তাই অফিসের অন্য কেউ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে গত দুই সপ্তাহের মধ্যে ওই সাংবাদিকের যারা সংস্পর্শে এসেছেন, তাদের খোঁজ করে হোম কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করা হবে।
আক্রান্ত সাংবাদিকের এক আত্মীয় জানিয়েছেন, কয়েকদিন ধরে তার গলা ব্যাথা ও জ্বর থাকায় চিকিৎসকরা তাকে করোনা ভাইরাসের পরীক্ষা করাতে বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করানো হলে পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। ফলে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।