Home বিদেশ-প্রবাস করোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী, বাড়িতেই রাখা হয়েছে আইসোলেশনে

করোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী, বাড়িতেই রাখা হয়েছে আইসোলেশনে

এইচ.এন. ডেস্ক, ১১ মার্চ: করোনা ভাইরাস বিশ্বের সব দেশের কাছে চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা যেভাবে হু হু করে বাড়তে শুরু করেছিল তা এখন কমতে শুরু করেছে। কিন্তু বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যদিও তা সংখ্যায় খুব কম। ইতিমধ্যে চীন সহ পৃথিবীতে চার হাজার মৃত্যু ঘটে গিয়েছে। আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। এতদিন সেই তালিকায় কোনও নেতা বা মন্ত্রীর নাম শোনা না গেলেও ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের মন্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ মিলেছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী নাদিন ডোরিস নিজেই এক বিবৃতিতে জানিয়েছেন, আমি ইতিমধ্যেই করোনাভাইরাসের জন্য যে স্বাস্থ্যপরীক্ষা আছে তা করিয়ে নিয়েছি। রক্তের নমুনায় সংক্রমণের লক্ষণ রয়েছে। তাই সুরক্ষার কারণে বাড়িতেই আইসোলেশনে রয়েছি। ব্রিটেনে এ পর্যন্ত ৩৮২ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে এবং মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।