কলকাতা, ১৪ মার্চ: আদালতের নির্দেশে স্কুলের চাকরি থেকে বাতিল হওয়াদের জন্য দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঋষি অরবিন্দ ঘোষের জন্ম সার্ধশতবর্ষে আলিপুর জর্জেস কোর্টে আবক্ষমূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ভাষণের মধ্যে নিয়োগ দুর্নীতিতে বারবার চাকরি বাতিল নিয়ে তিনি মুখ খুলেন।তিনি বলেন, আইন মেনে চাকরি ফিরিয়ে দেওয়া হোক’। যাদের চাকরি বাতিল হয়েছে তারা সবাই তৃণমূল নয়। একজন রোজ কথায় কথায় চাকরি বাদ দিচ্ছেন। একারণে আত্মহত্যা করেছেন। যদি কেউ ভুল করে তার দায় কেন সবাই নেবে। কেন হাজার হাজার ছেলে মেয়ে সমস্যায় পড়বে।’ তার কথায়, আইন অনুযায়ী তাঁদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। প্রয়োজনে আবার তাঁদের পরীক্ষা নেওয়া হোক। আদালত যা নির্দেশ দেবে সেইমতো কাজ করা হবে। গত কয়েক বছরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পাওয়া হাজার হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হয়েছে। এদিন তিনি বলেন, চাকরি পেয়ে অনেকে সংসার করছেন। হঠাৎ করে চাকরি চলে গেলে তাদের সংসার চলবে কি করে? এমন অন্তত ব্যবস্থা করুন যাতে তাঁরা আবার পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন। কিন্তু কথায় কথায় লোকের চাকরি খাবেন না। এটা রাজনীতি নয়। কিন্তু বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। যারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাইনি, তারা বহুদিন থেকে ধর্নায় বসে আছে, তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিরোধীদের।