কই মাছ ধরতে গিয়ে মারা গেলেন এক ব্যক্তি

কলকাতা, ৩০ এপ্রিল: মানুষের মৃত্যু যে কত ভাবে হয় তার হিসেব নেই। এমনই এক মৃত্যুর ঘটনার সাক্ষী রইল অনেকে। পুকুর থেকে মাছ ধরার সময় জ্যান্ত কই মাছ গলায় ঢুকে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের আন্ধারিয়া এলাকার ঘটনা। মৃতের নাম তারাপদ মণ্ডল।
করোনার জেরে লকডাউন চলছে। নিত্যদিনের পেশা হারিয়ে গেছে অনেকের। রোজগারও বন্ধ হয়ে গিয়েছে। তাই জাল দিয়ে পুকুরে মাছ ধরতে নামেন তারাপদ বাবু। জালে ধরা পড়ে একটি বড় মাপের কই মাছ। তাতেই ঘটে বিপত্তি।
জানা গিয়েছে, পুকুরে মাছ ধরার সময় জালে একটি কই মাছ উঠে আসে। মাছটি হাতে রেখে ফের পুকুরে জাল ফেলেন। জালে আরও মাছ উঠলে কই মাছটিকে মুখে চেপে ধরেন তারাপদ। আচমকাই কই মাছটি পিছলে মুখের ভিতর ঢুকে গলার মাঝে আটকে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।