এইচ.এন. ডেস্ক, ১১ মার্চ: সব জল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অবশেষে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বুধবার তিনি বিজেপি দলের সদর দফতরে জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন।
সিন্ধিয়া বলেন, ‘আমার জীবনে দুটি দিন খুব গুরুত্বপূর্ণ। একটা হল ৩ সেপ্টেম্বর, যেদিন আমি আমার বাবাকে হারিয়ে ছিলাম। আর অন্যটা হল ১০ মার্চ, ২০২০। বাবার ৭৫ তম জন্মবার্ষিকী ছিল। আর সেদিন জীবনের এক নতুন অধ্যায়ের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলাম।’তিনি বলেন, আমি মনে করি জনসেবার করার একটা মাধ্যম হল রাজনীতি। কিন্তু কংগ্রেস আর আগের মত নেই। তাই বিজেপির হাত ধরেই জনসেবা করতে পারবেন বলে তার বিশ্বাস। সূত্রের খবর, জ্যোতিরাদিত্যকে রাজ্যসভার প্রার্থী করা ছাড়াও তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। জ্যোতিরাদিত্যর সঙ্গে আরও বেশ কয়েকজন বিধায়ক কংগ্রেস ছেড়ে দিলেও তারা বিজেপিতে যোগ দেবেন না কি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন তা এখনও পরিষ্কার নয়।