Home দেশ এসবিআই এর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক ব্যালেন্স রাখতে হবে না

এসবিআই এর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক ব্যালেন্স রাখতে হবে না

এইচ.এন. ডেক্স, ১২ মার্চ: গ্রাহকদের আর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স (AMB) রাখতে হবে না বলে জানিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( এসবিআই )। যার অর্থ এখন থেকে এসবিআই-এর সব সেভিংস অ্যাকাউন্টই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার। এ ছাড়া গ্রাহকদের এসএমএস চার্জও মকুব করে দেওয়া হয়েছে।
এতদিন এসবিআই গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে হত। মেট্রো শহর এবং শহরাঞ্চলের অ্যাকাউন্টে ন্যূনতম রাখতে হত ৩,০০০ টাকা, আধা শহরাঞ্চলের অ্যাকাউন্ট হলে ন্যূনতম ২০০০ টাকা, গ্রামাঞ্চলের ক্ষেত্রে ন্যূনতম ১০০০ টাকা। ন্যূনতম ব্যালেন্স না থাকলে মাসে সর্বোচ্চ ১৫ টাকা থেকে সর্বনিম্ন ৫ টাকা চার্জ দিতে হত। এর সঙ্গে যুক্ত হত জিএসটি। কিন্তু এখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছাড়াও এসএমএস চার্জ কাটা হবে না।