এরাজ্যে লকডাউন বেড়ে হল ৩০ এপ্রিল পর্যন্ত

কলকাতা, ১১ এপ্রিল: লকডাউনের মেয়াদ কি বাড়বে? সব মহলেই চলছিল এই জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে বেড়ে গেল লকডাউনের মেয়াদ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করেন। ভিডিও কনফারেন্সের পর এ রাজ্যের লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন. আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন থাকছে। এছাড়াও ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে।