এভাবে অভিজিৎ চলে যাবে, ভাবতে পারছেন না কেউ

শিলিগুড়ি, ৭ ডিসেম্বর: সবার অলক্ষ্যে চিরতরে চলে গেলেন অভিজিৎ রায় চৌধুরী। বিজেপির শিলিগুড়ি জেলা সভাপতি শুক্রবারই দ্বিতীয় বারের জন্য ঘোষণা করা হয়। কলকাতা থেকে ওই দিনই ফেরার পথে বহরমপুর এর কাছে তার গাড়ি দুর্ঘটনা। পথেই শেষ জীবন।
তার মৃত্যুতে শোক। বলার ভাষা নেই। বিশ্বাস করার ভাষাও নেই।
বিজেপি শিলিগুড়ি কর্মীদের কথায় : রুঢ় অথচ চরম বাস্তব, এ এক অদ্ভুত নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমরা। গতকালই দ্বিতীয় বারের মত বিজেপি শিলিগুড়ি জেলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন ভাতৃপ্রতিম অভিজিৎ রায় চৌধুরী। গতকাল রাতেই তাকে সভাপতি মনোনীত হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে মেসেজ করে এবং প্রত্যুত্তর পান। অথচ আজ সকাল সকাল অশ্রুসজল নয়নে তার বিদায়গাঁথা লিখতে বসা যে কতটা হৃদয়বিদারক তা বোঝানোর মত ভাষা নেই। আসলে আজকের সকালটাই আমাদের জীবনে এক অভিশপ্ত দিনের বার্তা বয়ে আনল, নইলে আজ যাকে সম্বর্ধিত করার কথা তারই পরলোক যাত্রার আয়োজন করতে হয় কখনো? জীবন তো একপ্রকার নিষ্ঠুরতারই নামান্তর যার অন্যতম প্রামাণ্য দলিল হল অভিজিতের অগস্ত্য যাত্রা। আদ্যন্ত লড়াকু ছেলে অভিজিৎ তার রাজনৈতিক প্রজ্ঞা সাহসিকতা ও বুদ্ধিমত্তার বলে জেলার এই অল্প বয়সেই জেলার শীর্ষ স্থানে আরোহণ করেছিলেন। আবার মাত্র ৩৫/৩৬ বছর বয়সেই চলেও গেলেন নেতার বেশেই। যে অল্প সময় অভিজিতের নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়েছি, হাঁটু মুড়ে শিখেছি। নেতৃত্বের যাবতীয় গুণ সম্পন্ন অভিজিতের পরাক্রমের কাছে নতজানু হত পৃথিবীর সমস্ত ঔদ্ধত্য। তুমি হেরে যাওনি ভাই, কেউ তোমাকে হারাতে পারেনি। তুমি শেষ পর্যন্ত্য বিজিতই রয়ে গেলে। একবার চেয়ে দেখো, তোমার অকাল প্রয়াণে গোটা বাংলা আজ শোকসন্তপ্ত, শিলিগুড়ির আকাশে উঁকি মারছে বিষন্ন মেঘ, ভারী হয়ে আছে বাতাস, নগরবাসীদের চোঁখের কোনে বিন্দু বিন্দু জল। অভিজিৎদের মৃত্যু হয় না। মৃত্যুর কি সাধ্য যে তোমায় স্পর্শে ? তুমি রয়ে গেলে আমাদের মননে স্মৃতিপটে চিরজীবী হয়ে।
সর্বশক্তিমান ঈশ্বর তোমার আঁত্মাকে চিরশান্তি প্রদান করুন। তোমার পরবর্তী ঠিকানা হোক স্বয়ং ঈশ্বরের কোল।
দুর্ঘটনা যেভাবে:
মালদা, ৭ ডিসেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি। কলকাতা থেকে ছোট চার চাকার গাড়িতে শিলিগুড়িতে ফেরার পথে রাত তিনটে নাগাদ বহরমপুর থানার ভাকুরি মোড়ের কাছে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে এক বৈঠকে দলের ২৩ জন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি পদে অভিজিৎ পুনর্নির্বাচিত হন। সেই বৈঠক সেরে রাতেই তাঁরা চারজন গাড়িতে শিলিগুড়ি ফিরছিলেন। বহরমপুর থানার ভাকুরি মোড়ের কাছে একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। অভিজিৎবাবু দুর্ঘটনাস্থলেই মারা যান। গাড়ির বাকি আরোহীরা গুরুতর জখম অবস্থায় চিকিৎসার জন্য বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাড়িতে: স্ত্রী ও ছোট এক মেয়ে রয়েছে। শোকে পাথর স্ত্রী। বলার ভাষা নেই কারো। বিভিন্ন জন হাজির তার শিলিগুড়ির আশ্রমপাড়ার বাড়ির সামনে।