এভাবেই যোদ্ধাদের পাশে দাঁড়াচ্ছে

জলপাইগুড়ি, ১৯ এপ্রিল: জলপাইগুড়ি হোয়াইট ঈগলস চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে গুটি কয়েক সদস্য মিলে শহরে সসস্ত্র পুলিশ বাহিনী এবং ফায়ার সেফটি স্টেশন এবং মহিলা থানার কর্মরত বাহিনীকে খাবার, জল অন্য সামগ্রী তুলে দিচ্ছে। করোনা পরিস্থিতিতে যারা নিজেদের জীবন বাজি রেখে দিন রাত আমাদের সুরক্ষা দেওয়ার জন্য পথে রয়েছে। কোভিড-১৯ এর মতন মারণ মহামারীরতেও আমাদের সহায়তায় প্রস্তুত সর্বদা। ওনাদের শুভেচ্ছা বার্তা এবং কাজের মনোবল বৃদ্ধি করতে জল ,বিস্কুট , গ্লুকোজ, চকোলেট দিয়ে WHITE EAGLES এগিয়ে এসেছে। তারা গিয়েছিল, শহরের JALPAIGURI KOTWALI POLICE STATION পাহাড়পুর মোড় , আসাম মোড়ে , বেগুন্টারি মোড়, পোস্ট অফিস মোড় , রায়কত পারা বাসষ্ট্যান্ড এ সকল কর্মরত পুলিশ বাহিনীর কাছে।
এতে তারা আনন্দিত এবং WHITE EAGLES
এর প্রতি শুভেচ্ছা বার্তা দিলেন সাথে এও জানালেন সমাজের বিভিন্ন কাজে এগিয়ে যেতে এবং সসম্মানে WHITE EAGLES এর ছোট্ট প্রয়াসকেও হাসি মুখে গ্রহণ করলেন।
WHITE EAGLES JALPAIGURI গ্রুপের পক্ষ থেকে সন্দীপ জোয়াদ্দার ও বাকি সদস্যরা বলেন, আমাদের কাজে আমরা প্রশংসিত হয়েছি এবং আগামীতে আরো এই ভাবে বিভিন্ন স্তরে আমরা বারবার এগিয়ে যেতে চাই। সমাজ কল্যানে আমরা নিজেদেরকে যুক্ত করতে পেরে আমরা খুবই গর্বিত।