কলকাতা, ১ ডিসেম্বর: রেশন দোকানে পেঁয়াজ বিক্রি করবে রাজ্য সরকার। এই রাজ্যের বিভিন্ন জায়গায় পেঁয়াজের দাম ১০০টাকা ছাড়িয়েছে। সুফল বাংলার স্টল থেকে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছিল। কিন্তু তাতে সবাই সুবিধা পাচ্ছিলেন না। তাই রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য এবার রেশন দোকান থেকে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । রাজ্য সরকার সূত্রে খবর, গণবণ্টন দপ্তরের তরফে কৃষিবিপণন দপ্তর থেকে পেঁয়াজ কিনবে। আগামী সপ্তাহ থেকেই উত্তর ও দক্ষিণ কলকাতার ৯৩৪টি রেশন দোকান থেকে কমদামে পেঁয়াজ বিক্রি করা হবে। পরবর্তীতে কলকাতার বাইরে জেলার রেশন দোকানগুলিতেও এই পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। যতদিন না পেঁয়াজের দাম স্বাভাবিক হচ্ছে, ততদিন রেশন দোকান থেকে পেঁয়াজ বিক্রি করা হবে। রেশন দোকানে পেঁয়াজ বিক্রি শুরু হলে, খোলা বাজারেও দাম কমবে আশা করছে রাজ্য সরকার।