হেডলাইন নিউজ ডেস্ক, ১৭ মে: করোনার আবহের মধ্যে ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম আমফান। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করছে। শুক্রবার তা অতি গভীর হবে। শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যা আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। ২১ মে তা উত্তরবঙ্গ হয়ে শিলিগুড়ি ও আশেপাশে ঢুকবে বলে জানাগেছে।
৮০ থেকে ৯০ কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। কলকাতা সহ উপকূল ও উপকূল সংলগ্ন ৭ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য রয়েছে চরম সতর্কবার্তা। এই ঝড়ের প্রভাব বেশি পড়বে বলে আবহাওয়াবিদদের অনুমান।
এ রাজ্যে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা বুধবার। মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। মাঝারি থেকে ভারী বৃষ্টি ও সঙ্গে ঝড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। জানাগেছে এবারের এই ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। আমফান।