জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর: জলপাইগুড়ি শহরে এটিএম লুটের ঘটনায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই আইনজীবীর ভাই সহ আরও একজন।
গত সোমবার জলপাইগুড়ি শহরের বেগুনটারী মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে কয়েক লক্ষ টাকা লুট হয়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তার তদন্তে নেমে প্রথমে বিহার থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে জলপাইগুড়ি শহরের বাসিন্দা ওই আইনজীবী, তার ভাই এবং ইসলামপুর থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানোর পর ১০ দিনের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।