Home রাজ্য উত্তরবঙ্গ এখান থেকেও অনেক যাত্রী উঠবেন এবং নামবেন

এখান থেকেও অনেক যাত্রী উঠবেন এবং নামবেন

শিলিগুড়ি, ১৩ মেঃ ঘরে ফেরার অধীর প্রতীক্ষা শিলিগুড়ি এনজিপি স্টেশন এর চিত্র। বিভিন্ন জায়গায় আটকে থাকা মানুষ ও শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। বুধবার শিলিগুড়ির এনজেপি থেকে নিউ দিল্লী-ডিব্রুগড় স্পেশাল রাজধানী এক্সপ্রেসে বাড়ি ফিরছেন প্রচুর মানুষ। বেঙ্গালুরু থেকে ট্রেন আসবে বলে জানা গেছে।কালিংপং, দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার শ্রমিকরা আসবেন।
দিল্লি থেকে ট্রেনটি এনজিপি হয়ে যাবে অসমে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনের পক্ষ থেকে স্টেশনে ব্যবস্থা করা হয়েছে। রেল ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এখানে এটি দেখছে।
লকডাউনের জেরে শিলিগুড়িতে আটকে ছিলেন অসমের অনেক বাসিন্দারা। যাত্রীদের জন্য এনজেপি স্টেশনে বেশকিছুদিন ধরেই প্রস্তুতি সেরে রেখেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এদিন সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেন স্টেশনে। স্টেশনে ঢোকার আগেই প্রতিটি ব্যাগ স্যানিটাইজড করা হয়। সমস্ত যাত্রীদের থার্মাল স্ক্রিনিং হয়। প্ল্যাটফর্মে নির্দিষ্ট দাগে দাড়িয়ে যাত্রীদের সামাজিক দূরত্ব বজিয়ে রাখতে বলা হয়। এছাড়াও স্টেশন জুড়ে নজরদারি ছিল আরপিএফ কর্মীদের। শিলিগুড়ি অদূরে রাঙাপানি এলাকায় কাজ করতেন। অসমের ঘাটে যাচ্ছেন তেমন কিছু শ্রমিক।