Home রাজ্য উত্তরবঙ্গ এক সদ্যোজাত মৃত শিশুর দেহ উদ্ধার

এক সদ্যোজাত মৃত শিশুর দেহ উদ্ধার

জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি: এক সদ্যোজাত মৃত শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জলপাইগুড়ির মালবাজারে। বুধবার সকালে মালবাজারের কুমলাই গ্রাম পঞ্চায়েতের কান্তদিঘি কুমারপাড়া এলাকা থেকে উদ্ধার হয়। ঘটনাটি চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমায়। কোথা থেকে কে বা কারা ওই শিশুটি ফেলে গিয়েছে, এই প্রশ্নই এলাকায় ঘুরপাক খাচ্ছে। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেওটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।