Home রাজ্য উত্তরবঙ্গ এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার

এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার

জলপাইগুড়ি, ২১ এপ্রিল: লকডাউন চলছে, এরই মাঝে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের নতুনবন্দর এলাকায়। সেখানে একটি কবরস্থানের পাশে দেহটি পড়েছিল। মৃতের নাম অজন্ত রায় (২১)। তার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের গমিরাপাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় শ্রমিক ওই যুবক সোমবার রাত ১০ টা নাগাদ বাড়ির বাইরে বের হয়। রাতে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। এদিন স্থানীয়রা মৃতদেহটি দেখতে পান। খবর পেয়ে ওই যুবকের পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন। মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।