কলকাতা, ২৮ মে: এক যুবককে খুনের অভিযোগ উঠেছে তার বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে । এমনই এক ঘটনা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনাটি কলকাতার গড়ফার মণ্ডলপাড়ায় । মৃতের নাম পুর্ণেন্দু মণ্ডল। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন পুর্ণেন্দুকে নিজের বাড়ির লোকেরাই অত্যাচার করত। বৃহস্পতিবার যুবককে কুপিড়ে খুন করেছে তাঁর বাবা, মা ও ভাই। অভিযোগ পেয়ে পুলিশ এসে ওই তিন জনকেই গ্রেপ্তার করে। তবে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ । যদিও মৃত যুবকের মায়ের দাবি, মানসিক অসুস্থতার কারণেই ছেলেকে ইঞ্জেকশন নিতে হত। এদিন ছেলে ইঞ্জেকশন দিতে আসা ব্যক্তিকে বঁটি নিয়ে তাড়া করে । তাঁকে আটকানোর সময় বঁটির উপরে পড়ে গিয়ে তার মৃত্যু হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।