ইসলামপুর, ২৬ আগস্ট: গলার শ্বাসনালী কেটে খুন করা হয় এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ সিংহ (৪৫)। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার বলেন, সোনামতি থেকে কিছুটা এগিয়ে ডানদিকে যে রাস্তাটি একটি গ্রামের দিকে ঢুকেছে তার পাশেই মৃত অবস্থায় পড়েছিল। শ্বাস নালি কেটে খুনের ঘটনা বলেই প্রাথমিক তদন্তে জানা গেছে। সম্ভবত এটি বুধবার রাতের ঘটনা। মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জোর তদন্তে নেমেছে।