Home দেশ একসঙ্গে ২৫ টি স্কুলে শিক্ষকতা করেন এক শিক্ষিকা

একসঙ্গে ২৫ টি স্কুলে শিক্ষকতা করেন এক শিক্ষিকা

এইচ.এন.ডেস্ক: একসঙ্গে ২৫ টি স্কুলে শিক্ষকতা করেছেন এক শিক্ষিকা! রোজগার করেছেন প্রায় ১ কোটি টাকা। এমনই এক ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের ঘটনা। চোখ কপালে উত্তরপ্রদেশ রাজ্য শিক্ষা সংসদের। শিক্ষিকার নাম অনামিকা শুক্লা। তার বেতন আটকে তদন্ত শুরু করেছে সে রাজ্যের শিক্ষা দপ্তর।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা শুক্লা। তিনি শুধু এই স্কুলই নয়, রাজ্য শিক্ষা দফতরের অধীনে থাকা আম্বেদনগর, আমেঠি, রায়বরেলি, আলিগড়ের একাধিক স্কুল সহ অন্তত ২৫টি স্কুলে দিনের পর দিন শিক্ষকতা করেছেন । শিক্ষকতা করে প্রায় ১ কোটি টাকা আয় করেছেন। কিছুদিন আগে বিষয়টি প্রকাশ্যে আসে।
একজন কীভাবে দিনের পর দিন এই কাজ চালিয়ে গেলেন তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। শিক্ষিকার বেতন আটকে তড়িঘড়ি তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তর।