Home রাজ্য উত্তরবঙ্গ একদিনেই শিলিগুড়ি পেল অনেক কিছু, উদ্বোধন করলেন গৌতম দেব

একদিনেই শিলিগুড়ি পেল অনেক কিছু, উদ্বোধন করলেন গৌতম দেব

শিলিগুড়ি, ২৯ ফেব্রুয়ারি: একদিনে একাধিক উদ্বোধন কর্মসূচি পর্যটনমন্ত্রী গৌতম দেব। শুক্রবার তিনি পায়ে হেটেই হাজির হন একের পর এক অনুষ্ঠানে। জেনে নিই কি কি কিরলেন?
১৯ ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে ১১,০৫,৭৭১.০০ টাকা ব্যয়ে শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্প এবং ২,৯৩,৫০০.০০ টাকা ব্যয়ে দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়কে ২০ টি কাঠের টেবিল ও বেঞ্চ সরবরাহ প্রকল্পের উদ্বোধন।
রূপায়ণে: এস জে ডি এ।
১৯ ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে ৮,৫৩,৯৩৩.০০ টাকা ব্যয়ে ঘোগোমালী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাইকেল স্ট্যান্ড নির্মাণ প্রকল্পের উদ্বোধন।
রূপায়ণে: এস জে ডি এ
১৯ ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে ৮,০৫,৫৮৫.০০ টাকা ব্যয়ে হায়দার পাড়া বুদ্ধ ভারতী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পের উদ্বোধন।
রূপায়ণে: এস জে ডি এ
১৯ ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে ১০,২০,১৩১.০০ টাকা ব্যয়ে নবরঞ্জিত মুন্সী প্রেমচাঁদ মহাবিদ্যালয়ের কলেজ ভবন এবং স্মার্ট ক্লাস রুম নির্মাণ প্রকল্পের উদ্বোধন।
রূপায়ণে: এস জে ডি এ
১৯ ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে ৭,৩৫,৮৩৭.০০ টাকা ব্যয়ে সূর্য সেন মহাবিদ্যালয়কে ১৫ টি ডেস্কটপ কম্পিউটার সেট প্রদান । অনুষ্ঠান মঞ্চে মহাবিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ।