Home রাজ্য উত্তরবঙ্গ একটি পেঁয়াজ দাম ৬০ টাকার বেশি, দেখা মিলল শিলিগুড়িতে

একটি পেঁয়াজ দাম ৬০ টাকার বেশি, দেখা মিলল শিলিগুড়িতে

শিলিগুড়ি, ২৯ ডিসেম্বর: আকাশছোঁয়া পেঁয়াজের দাম। এখন একটু কমে এলেও ১২০ টাকার নিচে নামেনি। বাজারে গিয়ে পেঁয়াজ কিনলে বাজেট শেষ। চাহিদার চেয়ে কম পেঁয়াজ আনতে হয়। তারমধ্যে দেখা মিলল সাড়ে ৫০০ গ্রাম পেঁয়াজের। দেখা পাওয়া গেল বাগডোগরা মার্কেটে। তাও একটা নয় তিন তিনটি পেয়াজ। একটা সাড়ে পাচশো, একটা পাচশো, একটা সাড়ে তিনশো গ্রাম। এই পেঁয়াজের মালিক সুনীল পাল জানালেন, অন্তত তিরিশ জন এসেছেন এই পেঁয়াজ কিনবার জন্য। আমি দিই নি। এই তিনটি পেয়াজের সর্বমোট মুল্য একশো ত্রিশ টাকা। আমি বিক্রি করবো না। আমি চেষ্টা করবো রেখে দেওয়ার। পেঁয়াজের এই মুল্যবৃদ্ধির বাজারে এই চেহারা রিতিমতো হইচই ফেলে দিয়েছে বাজারে। তিনটি পেঁয়াজের মালিককে নিয়ে এখন চলছে জল্পনা।