একই পরিবারের ২ শিশু সহ ৫ জনের পজেটিভ

কলকাতা, ২৭ মার্চ: পশ্চিমবঙ্গে আবার বাড়ল করোনায় আক্রান্ত রোগীর। শুক্রবার একদিনে আরও পাঁচ জন আক্রান্ত। কলকাতার বাসিন্দা পাঁচজনই একই পরিবারের বলে জানা যাচ্ছে। এদিন দুপুর পর্যন্ত রাজ্যে ১০ জন আক্রান্ত ছিল। বিকালে এক ধাক্কায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫। এদিন আক্রান্ত একই পরিবারের ৫ জন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কল মার গুদে পথে নেমে লড়াই করছেন। মানুষকে সজাগ সচেতন করছেন। বাজার ঘাট থেকে ঘোরাঘুরি জনসমাগম বিরুদ্ধে তিনি সরব হচ্ছেন। তারপরও এক শ্রেণীর মানুষ মানছে না বলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এনিয়ে স্বাভাবিক কারণেই যথেষ্ট চিন্তায় ফেলেছে রাজ্য স্বাস্থ্য কর্তাদের।জানাগেছে, আজ শুক্রবার ওই পাঁচজনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই আক্রান্তদের মধ্যে রয়েছে এক ৯ মাসের এবং এক ছয় বছরের শিশুও। ১১ বছরের কিশোর, ২৭ বছরের এক তরুণী এবং ৪৫ বছরের এক মহিলা।